হোম > সারা দেশ > নীলফামারী

ডিমলায় আমন ধানে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দর খাতা গ্রাম। এই গ্রামটি চলতি বছর আমন ধানের চারা রোপণের শুরুতেই বন্যার পানিতে তলিয়ে যায়। কিন্তু পরবর্তীতে বন্যার পানি নেমে যাওয়ায়, ভালো ফলনের স্বপ্ন দেখতে শুরু করেন কৃষকেরা। 

এলাকা সূত্রে জানা যায়, বন্যার ধকল কাটলেও এখন দেখা দিয়েছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ। জমিতে ধানগাছ গুলো কিছুদিন আগেও ছিল সবুজ পাতায় ভরপুর। কিন্তু এখন ধানের সবুজ গাছের ডগাগুলো পরিণত হয়েছে খড়ে। এতে কৃষকেরা হতাশ ও দিশেহারা। 

এ বিষয়ে ২ নম্বর বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা, নিজ সুন্দর খাতা গ্রামের কৃষকেরা বলেন, 'পোকার আক্রমণে বিবর্ণ হয়ে যাচ্ছে ধান খেত। সবুজ ধানগাছগুলো আগুনে পোড়ার মতো শুকিয়ে খড়ে পরিণত হচ্ছে। চারা রোপণের পর এখন পর্যন্ত তিন থেকে চারবার কীটনাশক ওষুধ স্প্রে করেও এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে কৃষকের যে স্বপ্ন ও আশা ছিল তা এখন গুড়ে বালি। এই খড় কেটে গৃহপালিত পশুকে খাওয়ানো উচিত হবে না। ফলে আমন ধানে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। এরই মধ্যে গতকাল রোববার রাতে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড় ও বৃষ্টিতে মাঠের আমন ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কৃষকেরা এই আমন মৌসুমে আর লাভবান হতে পারবেন না। দুঃখের বিষয় হলো, সোনালি ফসল ঘরে তোলার আগেই কৃষকের স্বপ্ন নষ্ট হয়ে গেল।' 

এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, 'ফসল একটা জীবন তার কিছু রোগ বালাই থাকবে, এর জন্য আমরা পর্যাপ্ত চেষ্টা চালাচ্ছি, তবে সময় লাগবে।'   

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন