হোম > সারা দেশ > নীলফামারী

বালুবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় বালুবাহী ট্রলির ধাক্কায় শাহিন ইসলাম (১৬) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

শাহিন উপজেলা সদরের উত্তর তিতপাড়ার মিয়াপাড়া গ্রামের আজিদুল ইসলামের ছেলে। সে জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্কুলের উদ্দেশে বাসা থেকে বাইসাইকেলে চড়ে বের হয় শাহিন। বাড়ির পাশে নির্মাণাধীন পাকা সড়কের ওপর বাবুরহাট থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রলি তাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত শাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আব্দুল খালেক বলেন, রাস্তার কাজে বালু পরিবহন করা ওই ট্রলির চালক কানে হেডফোন দিয়ে এক হাতে মোবাইল ফোন অন্য হাতে গাড়ি চালাচ্ছিলেন। শাহিনসহ আমি ও আমার বাবা সড়কের পাশ দিয়ে সাইকেলে যাচ্ছিলাম। কিন্তু ট্রলিচালক অসতর্কভাবে এসে শাহিনকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ট্রলিসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা