হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে তৈজসপত্র তৈরি কারখানায় অগ্নিকাণ্ড

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর সৈয়দপুরে তৈজসপত্র তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত সৈয়দপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলেও পুড়ে গেছে কারখানার একটি মেশিন ও অনন্য সরঞ্জাম। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

সূত্র জানায়, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ কারখানায় নোয়াহ্ ব্রান্ডের রাইস কুকার, প্রেশার কুকার, ইনডেকশন চুলা, ব্লেন্ডার, মগ, স্টিলের প্লেট, গ্যাসের চুলাসহ নানা ধরনের তৈজসপত্র তৈরি হয়ে থাকে। এসব সামগ্রী স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও পাঠানো হচ্ছে। এ কারখানার গুদামে আকস্মিক আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একটি মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক রাজকুমার পোদ্দার রাজু জানান, কারখানায় কর্মরত শ্রমিক থাকা অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটেছে। শুষ্ক আবহাওয়ার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, কারখানার পাশে পুকুর থাকায় কারখানার আগুন নেভানো সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করা হচ্ছে।

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ