হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে হজের নামে প্রতারণা করায় ২ জন কারাগারে

নীলফামারী প্রতিনিধি

হজের নামে প্রতারণা করার অভিযোগে নীলফামারী সদর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি কামিল মাদ্রাসার প্রভাষক মো. নুরুল্যাহ বুলবুল (৪২)। তিনি জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের উত্তরাশষী গ্রামের বাসিন্দা। অপরজন হলেন একই ইউনিয়নের সিংদই গ্রামের মো. আবু সাঈদ ওরফে জমির হাফেজ (৪৭)। 

পুলিশ জানায়, হজে যাওয়ার জন্য সদর উপজেলার কুখাপাড়া গ্রামের কাজী রায়হানুজ্জামান রোমান (৩৮) ও তাঁর মা কাজী সেবেকা হক বকুল (৫৬) দিয়া ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মোয়াল্লেম মো. নুরুল্যাহ বুলবুল ও মো. আবু সাঈদ ওরফে জমির হাফেজের হাতে দুই দফায় ১২ লাখ ৪২ হাজার টাকা তুলে দেন। 

পরে তাঁদের পাসপোর্টসহ অন্যান্য কাগজ গ্রহণ করে এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণও দেওয়া হয়। এরপর হজে পাঠানোর সময় শেষ হলেও নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর আজ তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার বাদী কাজী রায়হানুজ্জামান রোমান আজকের পত্রিকাকে বলেন, ‘হজে পাঠানোর জন্য তারা গত বছরের ১৫ নভেম্বর ৩ লাখ ৮২ হাজার টাকাসহ আমার এবং মায়ের পাসপোর্ট গ্রহণ করেন। বিশ্বাস স্থাপনের জন্য দিয়া ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে আমাদের। 

‘এরপর চলতি জুন মাসের মাসের ৫ তারিখে ফ্লাইটের কথা বলে ১৪ মে সকালে চেকের মাধ্যমে ৮ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।’ 

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা হলে তাদের গ্রেপ্তার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়ের আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন