নীলফামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালনে কোনো নেতা–কর্মীর দেখা মেলেনি। তবে জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় ঢিলেঢালাভাবে দিবসটি পালিত হয়েছে।
সকালে কিশোরগঞ্জ বাজার থেকে উপজেলা যুবলীগের একটি শোক র্যালি সড়ক প্রদক্ষিণ করে। শেষে কিশোরগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান নেতা–কর্মীরা। পরে সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের ঘটনায় শাহাদাত বরণকারী শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত ও শোকসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, নিতাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুকুজ্জামান ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রশিদুল ইসলাম বাবু, উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব হিজবুল্লাহ রহমান ডালিম, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রিপন ইসলামসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দলীয় কোনো কর্মসূচি পালিত না হলেও সকালে শহরের ডিসির মোড়ে বঙ্গবন্ধু চত্বরে জাতীয় ও কালো পতাকা উড়তে দেখা যায়। তবে সেখানে দলীয় কোনো নেতা–কর্মীকে দেখা যায়নি। ৫ আগস্ট সরকারের পদত্যাগের পর ডিসির মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ধ্বংসস্তূপে পরিণত করে দুর্বৃত্তরা।