নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে সাদ্দাম হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ডোমার রেল স্টেশনের তিন কিলোমিটার উত্তরে হাজিপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাদ্দাম ওই এলাকার তেলিপাড়া এলাকার মৃত আবু হানিফার ছেলে। তিনি রেললাইনে বসে মাদক সেবন করছিলেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রাতে চিলাহাটি হতে খুলনাগামী সীমান্ত ট্রেনে কাটা পড়েন সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যান। এ সময় রেললাইনে পাশে আঠা জাতীয় মাদক পড়েছিল। নেশার কারণে আগে থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন সাদ্দাম।
সৈয়দপুর রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, সাদ্দাম মানসিক ভারসাম্যহীন ছিল। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।