হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ৯৯ টন নিষিদ্ধ বালাইনাশক কার্বোফুরান জব্দ, গুদামমালিক গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর একটি গুদাম থেকে প্রায় ৯৯ টন নিষিদ্ধ ব্রিফার জি-৫ (কার্বোফুরান) জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এসব বালাইনাশক জব্দ করা হয়। এ সময় গোডাউনের মালিক মনোয়ার হোসেনকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের মৃত মমতাজ হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, কার্বোফুরান নামের বালাইনাশকটি প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। ২০১৬ সালে জাতিসংঘ এটি নিষিদ্ধ করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। বিশ্বের ৮৭টি দেশ বালাইনাশকটি নিষিদ্ধ করে। গত বছরের জানুয়ারিতে ৮৮তম দেশ হিসেবে বাংলাদেশ কার্বোফুরান নিষিদ্ধ ঘোষণা করে।

রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী, ২০২৩ সালের জুন মাস থেকে এটি আর ব্যবহার না করার সিদ্ধান্ত হয়। কিন্তু গত ৩১ জুলাই সরকারের বালাইনাশকবিষয়ক জাতীয় কারিগরি কমিটির (পিটাক) সভায় ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কার্বোফুরান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।

র‍্যাব জানায়, সৈয়দপুরে গোডাউনে মজুত রাখা এসব নিষিদ্ধ কীটনাশক ট্রাকযোগে যশোরে পাঠানোর খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এটি ব্যবহার করলে জমির অনেক উপকারী পোকা মারা যায়। 

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, ‘জব্দকৃত এসব কার্বোফুরানের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় আজ বুধবার নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় একটি মামলা দায়ের করেছি।’ 

সৈয়দপুর থানার ওসি শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, দুপুরের পরে আসামিকে আদালতে পাঠানো হবে। জব্দকৃত নিষিদ্ধ বালাইনাশক ওষুধ গোডাউনে রেখে সিলগালা করা হয়েছে।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন