হোম > সারা দেশ > নীলফামারী

কিশোরগঞ্জে মোটরবাইকের ধাক্কায় পথচারী নিহত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরবাইকের ধাক্কায় আবদার আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

জানা যায়, নিহত আবদার আলী উপজেলার পুটিমারী ইউনিয়নের মন্থনা গ্রামের মৃত খোকা মিয়ার পুত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মোড়ের একটি হোটেল থেকে নাশতা খেয়ে মূল সড়কে উঠে রাস্তা পার হচ্ছিলেন আবদার আলী। এমন সময় কিশোরগঞ্জ বাজার থেকে টেংগনমারীর দিকে যাওয়া একটি মোটরবাইক তাঁকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হয়ে পাকা সড়কে ছিটকে পড়ে আবদার আলীর মাথায় ও মুখে প্রচণ্ড রক্তক্ষরণ হলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। আজ বুধবার সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোটরসাইকেলচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা