হোম > সারা দেশ > নীলফামারী

১ মাসের ছুটি নিয়ে বছর ধরে অনুপস্থিত প্রাথমিকের শিক্ষক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক এক মাসের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রধান শিক্ষক বলছেন তিনি আমেরিকায় আছেন। তাঁর পদটি এখনো শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হয়নি। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে অভিযোগ উঠেছে।

আমেরিকায় পাড়ি জমানো ওই শিক্ষকের নাম মোছা. আশরাফী। তিনি সৈয়দপুর পৌর এলাকার রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন জানান, ‘আমেরিকায় অবস্থানকারী অসুস্থ শাশুড়িকে দেখার জন্য গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটির আবেদন করেন সহকারী শিক্ষক আশরাফী। আবেদনে আমি সুপারিশও করি। পরে তিনি ডিজির অনুমতি সাপেক্ষে বিদেশে চলে যান। তবে যাওয়ার সময় ছুটি মঞ্জুরের কোনো প্রকার কাগজ বা প্রমাণপত্র বিদ্যালয়ে বা উপজেলা শিক্ষা অফিসে জমা দেননি। গৃহীত এক মাসের ছুটি শেষ হলেও আশরাফী কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১২ অক্টোবর ২০২১ এর পর থেকে হাজিরা খাতায় ওই শিক্ষককে অনুপস্থিত দেখানো হচ্ছে।’ 

প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমার সঙ্গে আশরাফীর কোনো প্রকার যোগাযোগ নেই।’

বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা জানান, ওই শিক্ষিকা না থাকায় তাঁর ক্লাসগুলো দীর্ঘ এক বছর ধরে তাঁরা সমন্বয় করে নিচ্ছেন। এতে তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে। আশরাফী কারও সঙ্গেই যোগাযোগ রাখেনি। এমনকি তিনি তাঁর ফেসবুক আইডিও বন্ধ করে দিয়েছেন।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে আমার আর কিছুই করার নেই।’

যোগাযোগ করা হলে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘ওই শিক্ষিকার ছুটির ব্যাপারে আমি কিছুই জানি না। আমার জানা থাকলে এত দিনে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নিতাম।’ 

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন