হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী শ্রমিক নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী শ্রমিক নিহত। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শামসুল হক (৬৫) নামের এক প্লাইউড কারখানার শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তিনি সৈয়দপুর শহরের ইসলামবাগ রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শামসুল হক রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ওই এলাকার এক প্লাইউড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষ রাতে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

এ সময় একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং তাঁর সাইকেলটি দুমরে-মুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তার লাশ বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন