হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশের হেফাজতে স্বামী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বর্ণা আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজিরজাট এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

নিহত বর্ণা আক্তার বেলপুকুর ইউনিয়নের হাজিরজাট এলাকার বাদশা মিয়ার স্ত্রী। তিনি নীলফামারী সদরের ইটাখোলা ফকিরপাড়ার বেলাল হোসেনের মেয়ে। 

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম। তিনি বলেন, ‘এই ঘটনায় বর্ণার স্বামী আবু বকর সিদ্দিক বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদশা মিয়ার সঙ্গে বর্ণা আক্তারের পারিবারিকভাবে দুই বছর আগে বিয়ে হয়। গতকাল বৃহস্পতিবার রাতে বর্ণা তাঁর বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন এ সময়ে হঠাৎ কল কেটে যায়। পরে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলে বর্ণার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মধ্যরাতে বর্ণা আক্তারের প্রতিবেশীর মাধ্যমে স্বজনেরা জানতে পারে তিনি মারা গেছেন। পরে তাঁরা ছুটে এসে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

নিহতের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।’ এই ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন