হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে জলাশয়ে ভাসছিল বৃদ্ধার মরদেহ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের একটি জলাশয় থেকে জমিলা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকাল ৭টার দিকে শহরের গোলাহাট পুলিশ ফাঁড়ির পাশের রেলওয়ে কলোনি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে করা হয়। 

নিহত জমিলা খাতুন ওই এলাকার মৃত ওমর আলীর স্ত্রী। 

স্থানীয়রা জানান, সকালে রেলওয়ের ওই জলাশয়ের পানিতে জমিলার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাঁর মরদেহ তুলে বাড়িতে নিয়ে যান। 

জমিলার ছেলে মুরাদ হোসেন জানান, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই দিন ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁরা সকালে এলাকায় খোঁজাখুঁজি করছিলেন। পরে স্থানীয়দের কাছে শুনে সেখানে গিয়ে তার মায়ের মরদেহ শনাক্ত করেন। পরে জলাশয় থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা