হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬ 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে শিয়ালের কামড়ে একই পরিবারের চারসহ ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করা হয়। 

আহতরা হলেন, আরাজি দলুয়া গ্রামের মো. আনিছুর রহমান (৫০), একই গ্রামের মো. বাবুল হোসেনের স্ত্রী রুবি বেগম (৪০), বাবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৮), মেয়ে উর্ম্মি বেগম (২২), মেয়ে মিম আক্তার (২) ও তাইবুল ইসলাম (৩৫)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে শিয়ালটি প্রথমে আনিছুর রহমানের বাড়ির পেছনে বেঁধে রাখা ছাগলের ওপর আক্রমণ করে। ছাগলটি রক্ষায় এগিয়ে গেলে প্রথমে আনিছুর ও পরে অন্যদের ওপর আক্রমণ করে ছয়জনকে গুরুতর আহত করে। স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি রংপুর বন বিভাগকে জানানো হয়েছে।’ 

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুর রহিম বলেন, ‘আহতদের ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এক শিশুসহ তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার