নীলফামারীর সৈয়দপুরে ফুচকা খেয়ে একই পরিবারের চারজন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
চিকিৎসাধীনরা হলেন বোতলাগাড়ী ইউনিয়নের পোড়াহাট এলাকার সবুজ হোসেন (৩৫), তাঁর স্ত্রী কমলী আক্তার (৩০), মেয়ে তসবী (১২) ও নুহা (৬)।
অসুস্থদের পরিবার জানায়, ওই দিন রাতে সবুজ হোসেন তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে স্থানীয় শপিং কমপ্লেক্স সৈয়দপুর প্লাজার এক দোকানে ফুচকা খান। এরপর থেকে তাঁরা শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকেন। পরে তাঁরা সবাই বাড়িতে চলে যান। এরপর চারজনই বমি করতে শুরু করেন। শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েন। ওই রাতেই তাঁদের সবার ডায়রিয়া দেখা দেয়। নিজ বাসায় চিকিৎসা নিয়ে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ওই রাতেই তাঁদের উল্লেখিত হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর ১০০ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ওমেদুল হাসান সম্রাট আজকের পত্রিকাকে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় ওই চারজনের এ অবস্থা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।