হোম > সারা দেশ > নীলফামারী

ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আগামী কয়েক দিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়। 

উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, তিস্তা নদীবেষ্টিত এই উপজেলায় গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নমুখী। আজ বুধবার তাপমাত্রা আরও কমে এসেছে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এতে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। দৃষ্টিসীমা রয়েছে ১০০ মিটারের নিচে। এতে দিনে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সেই সঙ্গে তিস্তার হিমেল হাওয়ার কারণে শীত আরও বাড়ছে। 

হিমেল হাওয়া, কনকনে শীত ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে, বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। অন্যদিকে, প্রচণ্ড ঠান্ডার কারণে বেড়েছে ঠান্ডাজনিত জ্বর, সর্দি ও কাশির সমস্যা। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুঞ্জকলি রায় বলেন, প্রচণ্ড ঠান্ডার কারণে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে সর্দি-কাশিতে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকেরা হাসপাতালে বেশি আসছেন। এ অবস্থায় শিশুদের গরম কাপড় পরিয়ে রাখা ও গরম খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। 

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন