হোম > সারা দেশ > নীলফামারী

ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আগামী কয়েক দিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়। 

উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, তিস্তা নদীবেষ্টিত এই উপজেলায় গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নমুখী। আজ বুধবার তাপমাত্রা আরও কমে এসেছে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এতে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। দৃষ্টিসীমা রয়েছে ১০০ মিটারের নিচে। এতে দিনে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সেই সঙ্গে তিস্তার হিমেল হাওয়ার কারণে শীত আরও বাড়ছে। 

হিমেল হাওয়া, কনকনে শীত ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে, বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। অন্যদিকে, প্রচণ্ড ঠান্ডার কারণে বেড়েছে ঠান্ডাজনিত জ্বর, সর্দি ও কাশির সমস্যা। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুঞ্জকলি রায় বলেন, প্রচণ্ড ঠান্ডার কারণে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে সর্দি-কাশিতে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকেরা হাসপাতালে বেশি আসছেন। এ অবস্থায় শিশুদের গরম কাপড় পরিয়ে রাখা ও গরম খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। 

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় ধরা খেলেন দুই পরীক্ষার্থী