হোম > সারা দেশ > নীলফামারী

স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় স্বামীর ওপর অভিমান করে গোলাপি বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে জেলা মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। 

গোলাপি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া এলাকার লিটন ইসলামের স্ত্রী। 
 
পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার হোসেন জানান, গত ২৩ ফেব্রুয়ারি বুধবার লিটন হোসেন তাঁর মাকে চাল কিনে দেন। আর তাঁর স্ত্রী গোলাপি বেগমকে বলেন মায়ের কাছ থেকে চাল নিয়ে রান্না করতে। কিন্তু গোলাপি শাশুড়ির কাছ থেকে চাল নিয়ে রান্না করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এতে ওই দিন রাতে গোলাপি বেগম অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তাঁর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। রংপুর মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মেডিকেল অফিসার ডা. তৃতীয়া সরকার জানান, রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। 
 
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন