হোম > সারা দেশ > নীলফামারী

স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় স্বামীর ওপর অভিমান করে গোলাপি বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে জেলা মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। 

গোলাপি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া এলাকার লিটন ইসলামের স্ত্রী। 
 
পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার হোসেন জানান, গত ২৩ ফেব্রুয়ারি বুধবার লিটন হোসেন তাঁর মাকে চাল কিনে দেন। আর তাঁর স্ত্রী গোলাপি বেগমকে বলেন মায়ের কাছ থেকে চাল নিয়ে রান্না করতে। কিন্তু গোলাপি শাশুড়ির কাছ থেকে চাল নিয়ে রান্না করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এতে ওই দিন রাতে গোলাপি বেগম অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তাঁর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। রংপুর মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মেডিকেল অফিসার ডা. তৃতীয়া সরকার জানান, রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। 
 
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা