হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুর হাসপাতাল ২৫০ শয্যা করার বিবেচনায় আছে: স্বাস্থ্যমন্ত্রী

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন বলেছেন, ‘সৈয়দপুরে ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া হাসপাতালের লোকবল সংকট নিরসন, ইকুইপমেন্ট ও নতুন অ্যাম্বুলেন্সের সমস্যা শিগগিরই সমাধান করা হবে।’ 

আজ রোববার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালটির ব্যাপারে আমি সবকিছু অবগত আছি।’ এসব ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যকে তাঁর মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। 

এর আগে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী স্বাগত জানান সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, জেলা সিভিল সার্জন হাসিবুর রহমান ও হাসপাতালের তত্ত্বাবধায়ক নাজমুল হুদা। পরে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওষুধ ডিপোসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। 

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গির আলম, মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মণ্ডল মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মো. আলেমুল বাশারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিস্তা সেচনালার তীরে ভাঙন: ডুবল শতাধিক একরের ফসল

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট