হোম > সারা দেশ > নীলফামারী

বিদ্যুতায়িত হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু, শাশুড়ি হাসপাতালে

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধ ও তাঁর পুত্রবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়ায় ঘর নির্মাণের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ সময় বিদ্যুতায়িত হন ওই বৃদ্ধের স্ত্রীও। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাড়ির নির্মাণকাজে পরিবারটির সদস্যরা অংশ নেন। ঘরের খুঁটি লাগানোর সময় একটি পুরোনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে তাঁদের ওপর। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ বাবু (৬৩) নামের ওই বৃদ্ধ ও পুত্রবধূ শাবানা আকতার (২৯)। এতে গুরুতর আহত অবস্থায় মোহাম্মাদ বাবুর স্ত্রী ওয়াতোন বেগমকে (৫০) উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ লালন বলেন, ‘এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা