হোম > সারা দেশ > নীলফামারী

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোখলেছুর রহমান ওরফে মুকুল চৌধুরী (৫৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার শহরের বিমানবন্দর সড়কে অফিসার্স কলোনি (ফাইভ স্টার) মাঠের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত এনজিও কর্মকর্তা ঠাকুরগাঁও জেলার মধুরামপুর এলাকার মৃত কামরুল ইসলামের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় চান্দিয়ারপুল ব্র্যাঞ্চ ম্যানেজার। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হবে।’ 

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকেলে মোখলেছুর রহমান কর্মস্থল সাদুল্যাপুর থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও নিজ বাড়িতে ফিরছিলেন। ওই সময়ে সৈয়দপুর বিমানবন্দর সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল তাঁর মোটরসাইকেলের সামনে এসে দাঁড়ায়। 

এ সময় তিনি ওই বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তিনি মাথায় ও চোখে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা