হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় শাহিন হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক জাহেদুল ইসলাম (২৭)। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহিন রংপুরের তারাগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের বুধা মাহমুদের ছেলে। তিনি ডোমার বাজারের একটি হোটেলের কারিগর ছিলেন। আহত জাহেদুল ইসলাম নীলফামারী সদরের ফারুক হোসেনের ছেলে এবং একই হোটেলের কারিগর ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত দেড়টার দিকে হোটেলের কাজ শেষ করে শাহিন ও জাহেদুল মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডোমারের এশিয়ান হাইওয়ে লেভেল ক্রসিংয়ের নির্মাণাধীন আইল্যান্ডের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজনই আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। জাহেদুল ইসলামের চিকিৎসা চলছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আহত ব্যক্তি চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহিন হোসেনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ