হোম > সারা দেশ > রংপুর

বেনাপোল এক্সপ্রেসের পুড়ে যাওয়া ৪ কোচ এখন সৈয়দপুরের কারখানায়

রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)

রাজধানীর গোপীবাগে নাশকতায় পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত চারটি কোচ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়েছে। আজ শনিবার এই কোচগুলো মেরামতের জন্য আনা হয়। রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোহাম্মদ সাদেকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

রেলওয়ে বিভাগের লোকজন জানান, ৬ জানুয়ারি রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনটির তিনটি কোচ ও একটি পাওয়ারকার পুড়ে যায়। পরে এগুলো মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানার পাঠানো হয়। আজ দুপুরে সৈয়দপুর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে আনা হয় কোচগুলো। সেখান থেকে বিকেলে রেলওয়ে কারখানায় নেওয়া হয়। 

রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস মোবাইল ফোনে বলেন, ‘ক্ষতিগ্রস্ত এসব কোচ ক্রয়মূল্য হিসাবে প্রতিটির দাম প্রায় পাঁচ কোটি টাকা। এসব কোচ আমদানি করা হয়েছে বেশি দিন হয়নি। নাশকতায় ওই ট্রেনের একসঙ্গে চারটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রেল। ট্রেনটিতে বগির জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কোচ মেরামত না করা পর্যন্ত আরেকটি ট্রেন থেকে নতুন কোচ যুক্ত করে চালাতে হচ্ছে। এতে আয়ও কমেছে রেলওয়ের।’ 

সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস মোহাম্মদ সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যে চারটি কোচ রেলওয়ে কারখানায় আনা হয়েছে, সেগুলোর মধ্যে তিনটি আগুনে সম্পূর্ণরূপে পুড়ে গেছে। সাধারণত দুর্ঘটনায় কম ক্ষতিগ্রস্ত বগিগুলো মেরামত করতে ৪৫ দিন, আর বেশি ক্ষতিগ্রস্ত কোচ মেরামতে তিন মাস পর্যন্ত সময় লাগে। কিন্তু এ কোচগুলোর ক্ষতির পরিমাণ এত বেশি যে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। মেরামত করার জন্য এর কাঁচামাল আমদানি করার প্রয়োজন পড়তে পারে।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন