হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারী উত্তরা ইপিজেডে পরচুলা চুরির অভিযোগে নারী কারাগারে

নীলফামারী ও খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

নীলফামারীর উত্তরা ইপিজেডে পরচুলা চুরির অভিযোগে সুমি চৌধুরী (২৭) এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে এভারগ্রীণ নামের একটি পরচুলা কোম্পানিতে চুরির ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সুমি চৌধুরী সেখানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

গ্রেপ্তার সুমি দিনাজপুরের খানসামা উপজেলার খামার বিষ্ণুগঞ্জ গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে।

নীলফামারী সদর থানা–পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, দীর্ঘদিন থেকেই পরচুলা চুরির সঙ্গে জড়িত সুমিকে নজরদারিতে রেখেছিলেন ওই কোম্পানির কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে এভারগ্রীন কোম্পানির নিরাপত্তাকর্মীরা তাঁকে তল্লাশি করে প্রায় ৩ কেজি ২০০ গ্রাম উন্নতমানের পরচুলাসহ আটক করে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে কোম্পানির পক্ষ থেকে নীলফামারী সদর থানায় সুমির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

এলাকাবাসী বলছে, সুমির জীবনযাপন ছিল সন্দেহজনক। তিনি একজন শ্রমিক হিসেবে চাকরি করেও উচ্চাভিলাষী জীবনযাপন করতেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃত ওই নারীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। বিকেলে সুমিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন