হোম > সারা দেশ > নীলফামারী

জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান, প্রতিবন্ধী তরুণীর মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান করে কাকলি আক্তার (২৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

কাকলি আক্তার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। 

পরিবার বলছে, কাকলি বাক্‌প্রতিবন্ধী ছিলেন। তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে জ্বরের ওষুধ ভেবে টেবিলের ওপর রাখা কীটনাশক পান করেন কাকলি। পরে অসুস্থ তিনি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুরে নিতে বলেন। পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, ‘এ ঘটনায় রাতেই ইউডি মামলা হয়েছে। ওই প্রতিবন্ধী তরুণীর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা