হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ২১ দোকান পুড়ে ছাই

প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে লাগা আগুনে ২১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের দুই কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী লোকমান আলী জানান, বাজারের মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে তিনি দেখতে পান দোকান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এ সময় তিনি দৌড়ে গিয়ে মসজিদের মাইকে আগুন লাগার তথ্য জানিয়ে সাহায্য চান।

খবর পেয়ে কিশোরগঞ্জ, জলঢাকা ও সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার বলেন, বড়ভিটা বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাজারের ২১টি দোকান ও সেখানে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। এতে মালামাল ও নগদ অর্থসহ দুই কোটি টাকার বেশি ক্ষতি হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম জানান, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন