হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ২ বিদ্যালয়ের তালা ভেঙে অফিস কক্ষ তছনছ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে একটি প্রাথমিক ও একটি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে আলমারি ও ফাইল কেবিনেট ড্রয়ারে রাখা প্রয়োজনীয় কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কাগজপত্রসহ কোনো কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানেরা। 

আজ রোববার দুপুরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। 

গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার একই চত্বরে অবস্থিত বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

এ বিষয়ে বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলী জানান, আজ (রোববার) সকালে বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষের তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান তাঁরা। দুর্বৃত্তরা আলমারি ও ফাইল কেবিনেটের ড্রয়ারের তালা ভেঙে কাগজপত্র মেঝেসহ বিভিন্নখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। কাগজপত্রগুলো গুরুত্বপূর্ণ। 

এ ছাড়া অফিস কক্ষের আসবাবপত্রও তছনছ করা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। তবে অফিসের কোনো জিনিসপত্র চুরি হয়নি। 

বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্বৃত্তরা কেন আর কী উদ্দেশ্যে কাগজপত্রগুলো তছনছ করেছে তা আমাদের জানা নেই। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।’ 

এ ঘটনার বিষয়ে সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ছাড়া কী উদ্দেশ্যে বিদ্যালয় দুটির কাগজপত্রগুলো এমন করা হয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ