নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে অস্থায়ী নারী অফিস সহকারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী।
ধর্ষণের বিচার চেয়ে সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, চাকরির সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আনসার আলীর সঙ্গে। তিনি মাগুরা জেলার মহম্মদপুর চরপাটুরিয়া এলাকার বাসিন্দা।
তিনি বলেন, ‘ওই কর্মকর্তা (আনসার আলী) আমার চাকরি স্থায়ীকরণের জন্য ১০ লাখ টাকা প্রস্তুত রাখতে বলেন এবং আমাকে বিয়ের আশ্বাস দিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।’ এ নিয়ে একটি মামলা সৈয়দপুর থানায় দেওয়া হয়েছে এবং লিখিত অভিযোগ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মামলার বাদীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। দ্রুত আদালতে চার্জশিট দেওয়া হবে।
অপরদিকে অভিযোগ নিয়ে জানতে রেল কর্মকর্তা আনসার আলীর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।