হোম > সারা দেশ > নীলফামারী

আবারও নীলফামারীতে বাড়ছে তিস্তার পানি

নীলফামারী প্রতিনিধি

উজানের ঢলে নীলফামারীতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এখনোও পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানায় কর্তৃপক্ষ। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় ১০ সেন্টিমিটার বেড়ে ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার একই সময়ে ওই পয়েন্টে ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। 

সূত্র আরও জানায়, তিস্তার উজানে ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত আছে। সেখানে নদীর পানি বিপৎসীমা ৬৫ দশমিক ৯৫ মিটার। 

জেলার ডিমলা পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ‘অন্য দিনের তুলনায় বুধবার তিস্তার পানি বেড়েছে। সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে করে বন্যার শঙ্কায় রয়েছে এলাকার মানুষ। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘উজানের ঢলে আবারও তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখে নজরদারি করা হচ্ছে।’

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ