হোম > সারা দেশ > রংপুর

১২ ঘণ্টা সময় দিয়ে ডোমারে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

নীলফামারী প্রতিনিধি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারীর ডোমারে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করা হয়েছে। আজ রোববার রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই নোটিশ প্রদান করেন। উভয় প্রার্থীকে পত্র প্রাপ্তির ১২ ঘণ্টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে জবাব দাখিলের জন্য বলা হয়েছে। 

এতে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী সরকার ফারহানা আখতার সুমির (টেলিফোন) বিরুদ্ধে গত ৩ মে রাত ৮টার পর মোটরসাইকেল দিয়ে নির্বাচনী শোডাউন এবং অপর প্রার্থী আব্দুল মালেক সরকারের (ঘোড়া) বিরুদ্ধে একই দিন রাত ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের অনুমতি ব্যতিরেকে পথসভা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। 

এ বিষয়ে সরকার ফারহানা আখতার সুমি আজকের পত্রিকাকে বলেন, ‘নোটিশ পেয়েছি, জবাবের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে অভিযোগের বিষয়টি সঠিক না। উল্লেখিত তারিখে মোটরসাইকেল দিয়ে আমার কোনো নির্বাচনী শোডাউন হয়নি।’ অপর প্রার্থী আব্দুল মালেক সরকার বলেন, ‘এ বিষয়ে আমি কোনো পত্র পাইনি। তবে নির্বাচন অফিস থেকে আমাকে ফোন করা হয়েছিল।’ 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১২ ঘণ্টা সময় দিয়ে ওই দুই প্রার্থীর কাছে জবাব চাওয়া হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।’ 

এর আগে শুক্রবার (৩ মে) রাতে উপজেলার পাঙ্গামুটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজারে ওই দুই প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন