হোম > সারা দেশ > নীলফামারী

চাড়ালকাটা নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু। ছবি: সংগৃহীত

নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। এর আগে বেলা ২টার দিকে ওই দুই শিশু চাড়ালকাটা নদীতে গোসল করতে নামে।

মৃত শিশুরা হলো বাড়াইপাড়ার আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন (৮) ও লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন (৭)।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, বেলা ২টার দিকে দুই শিশু বাড়ির পাশে চাড়ালকাটা নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন নদীপাড়ে খুঁজতে যান।

একসময় নদীপাড়ে তাদের পায়ের স্যান্ডেল দেখতে পেয়ে নদীতে খুঁজতে নামেন স্বজনসহ গ্রামবাসী। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ‘ঘটনাস্থল প্রত্যন্ত এলাকায় হওয়ায় সংবাদটি দেরিতে জানতে পেরেছি। বর্তমানে (রাত ৯টায়) ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন