হোম > সারা দেশ > নীলফামারী

চাড়ালকাটা নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু। ছবি: সংগৃহীত

নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। এর আগে বেলা ২টার দিকে ওই দুই শিশু চাড়ালকাটা নদীতে গোসল করতে নামে।

মৃত শিশুরা হলো বাড়াইপাড়ার আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন (৮) ও লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন (৭)।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, বেলা ২টার দিকে দুই শিশু বাড়ির পাশে চাড়ালকাটা নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন নদীপাড়ে খুঁজতে যান।

একসময় নদীপাড়ে তাদের পায়ের স্যান্ডেল দেখতে পেয়ে নদীতে খুঁজতে নামেন স্বজনসহ গ্রামবাসী। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ‘ঘটনাস্থল প্রত্যন্ত এলাকায় হওয়ায় সংবাদটি দেরিতে জানতে পেরেছি। বর্তমানে (রাত ৯টায়) ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।’

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা