হোম > সারা দেশ > রংপুর

জমিতে ছিটানো ‘কীটনাশক’ খেয়ে ৬৫ হাঁসের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ফসলের জমিতে ছিটানো ‘কীটনাশক’ খেয়ে দেশি প্রজাতির ৬৫টি হাঁস মারা গেছে। আজ সোমবার সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া পাইকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কৃষক বাবু আলীর বিরুদ্ধে হাঁসের মালিক নূর ইসলাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী নূর ইসলাম জানান, প্রতিদিনের মতো খামারের হাঁস ছেড়ে দেন তিনি। হাঁসগুলো ওই জমিতে গিয়ে ধান খায়, এতে এক এক করে ৬৫টি হাঁস মারা যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। কাউকে কিছু না জানিয়ে ধানের জমিতে কীটনাশক স্প্রে করেন কৃষক বাবু আলী।

নূর ইসলাম বলেন, ‘স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে ওই হাঁসের খামার করেছি। ভেবেছিলাম হাঁস বড় হলে বিক্রি করে ঋণ পরিশোধ করব। এখন আমি কীভাবে ঋণের টাকা পরিশোধ করব। হাঁস হত্যার সুষ্ঠু বিচার দাবি করি।’

পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন সেতু বন্ধনের সভাপতি আলমগীর হোসেন বলেন, গ্রামের প্রতিটি বাড়িতে হাঁস-মুরগি আছে। জমির মালিকের উচিত ছিল আগে ঘোষণা দেওয়া। তাঁকে আইনের আওতায় আনতে হবে। সংগঠন আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অভিযুক্ত কৃষক বাবু আলী বলেন, ‘আমার জমিতে হাঁস নামবে এটি আমি জানা ছিল না। আর মানুষের হাঁস-মুরগি আমার জমির ধান নষ্ট করছে এটি তো আমি সহ্য করব না। কোনো ক্ষতিপূরণ দেব না।’

খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখব। এরপর সালিসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন