হোম > সারা দেশ > নীলফামারী

অনলাইনে ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভিসা দিয়ে প্রতারণার দায়ে চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করার দায়ে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাদের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর গ্রামের কহিনুর ইসলামের দুই ছেলে রুজু মিয়া (১৯) ও রাজু আহমেদ (২৩), মনোয়ার ইসলামের ছেলে মো. শাকিল ইসলাম (২৫) ও মুশরুত বটতলা গ্রামের মৃত মুকুল ইসলামের ছেলে আল আমীন (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাঁরা কানাডার ভিসা দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীর কাছে বিভিন্নভাবে প্রতারণা করে ১৯ লাখ টাকা হাতিয়ে নেন। পরে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় মামলা করেন।

এর জেলা গোয়েন্দা শাখা ডিবি অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল, তিনটি বাটন মোবাইল ও কয়েকটি সিম উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাদের জানান, এ প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশের ভিসা দেওয়ার কথা বলে অনলাইনে লোভনীয় অফার দিয়ে ভিডিও বানিয়ে বুস্টিং করে। পরে বিদেশে যেতে আগ্রহী ব্যক্তিরা তাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তারা বিভিন্ন জাল কাগজপত্র দিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। বিকেলে চক্রের চার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা