হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেসে কাটা পড়ে নবী বক্স (৫২) নামের এক ভ্রাম্যমাণশ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৬টায় ডোমার রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে আউটার সিগন্যালের মধ্যে এ ঘটনা ঘটে।

নবী বক্স জেলার সৈয়দপুরের খালিশা বেলপুকুর পাশাড়িপাড়া এলাকার মৃত এলাহী বক্সের ছেলে। তিনি বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তিন মেয়ের বাবা ছিলেন। 

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দিনে বিভিন্ন জায়গায় কাজ করতেন এবং রাতে ডোমার রেলস্টেশনে ঘুমাতেন নবী বক্স। ভোরে প্রকৃতি ডাকে সাড়া দিয়ে ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাওয়া মিতালি এক্সপ্রেস চলে এলে তিনি বুঝতে পারেননি কোন লাইন দিয়ে ট্রেনটি যাবে। এ সময় ২ নম্বর লাইনে দাঁড়ালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ওসি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ