হোম > সারা দেশ > নীলফামারী

রেলওয়ের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: মহাপরিচালক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার বলেছেন, ‘রেলওয়ের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। খুব শিগগিরই সৈয়দপুর কারখানার ভেতরে আরও একটি নতুন ক্যারেজ শপ নির্মাণকাজ শুরু হবে। এরই মধ্যে স্থান নির্বাচন করা হয়ে গেছে। অন্যান্য আনুষঙ্গিক কাজও শেষের পথে।’ 

আজ শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে উপস্থিত রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মহাপরিচালক আরও বলেন, ‘করোনাকালীন সৈয়দপুর রেলওয়ে কর্তৃপক্ষ কারখানা বগি মেরামতে যে সাফল্য দেখিয়েছে সত্যিই তা প্রশংসার দাবিদার। এ জন্য এখানকার শ্রমিক-কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘আশা করা হচ্ছে রেলওয়েতে জনবল সংকট আর থাকবে না। কেননা শূন্য পদগুলোতে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।’

এর আগে মহাপরিচালক নতুন কারখানার স্থানসহ রেলওয়ে কারখানাটি ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান, কার্যব্যবস্থাপক শেখ হাসানুজ্জামান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোখছেদুল মোমিন, রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) আহসান উদ্দীন, ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (কার্য) শরিফুল ইসলামসহ কারখানা ও ওপেন লাইন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। 

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা