হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে শোকাবহ ট্রেন ট্র্যাজেডি ও গণহত্যা দিবস ঘিরে নানা কর্মসূচি

নীলফামারী প্রতিনিধি

গোলাহাট বধ্যভূমিতে গড়ে তোলা হয়েছে একটি স্মৃতিস্তম্ভ, যেখানে প্রতিবছর ১৩ জুন গণহত্যা দিবস পালিত হয়। ছবি: আজকের পত্রিকা

আজ ১৩ জুন, নীলফামারীর সৈয়দপুরে পালিত হচ্ছে শোকাবহ ট্রেন ট্র্যাজেডি ও গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে শহরের গোলাহাট এলাকায় ঘটে যায় ইতিহাসের এক নির্মম হত্যাকাণ্ড। হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় অবাঙালি দোসররা প্রায় ৪৪৮ জন নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে।

মুক্তিযুদ্ধ চলাকালে সৈয়দপুর ছিল পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম শক্ত ঘাঁটি। ১৯৪৭ সালের দেশবিভাগের পর বিপুলসংখ্যক উর্দুভাষী অবাঙালি এখানে বসবাস শুরু করে। মুক্তিযুদ্ধের সময় এদের বড় একটি অংশ হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে এবং মুক্তিকামী বাঙালিদের বিরুদ্ধে অবস্থান নেয়।

১৯৭১ সালের ১৩ জুন, সৈয়দপুর শহরের সংখ্যালঘু হিন্দু ও মারোয়ারি সম্প্রদায়ের লোকজনকে ভারতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে শহরের রেলওয়ে স্টেশনে জড়ো করা হয়। পরে একটি বিশেষ ট্রেনে তুলে তাঁদের শহরের উত্তর প্রান্তে, রেলওয়ে কারখানার শেষ সীমান্তে গোলাহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তরবারি ও অন্যান্য অস্ত্র দিয়ে একে একে ৪৪৮ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ভয়াবহ হত্যাকাণ্ডে খুব কমসংখ্যক মানুষই প্রাণে বাঁচতে পেরেছিলেন। শহরের অনেক পরিবার ছিল, যাদের কোনো সদস্যই আর বেঁচে ফেরেনি।

গোলাহাট বধ্যভূমিতে গড়ে তোলা হয়েছে একটি স্মৃতিস্তম্ভ, যেখানে প্রতিবছর ১৩ জুন গণহত্যা দিবস পালিত হয়। এদিন শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি ও স্মরণিকা পরিষদের যৌথ উদ্যোগে এবারও দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ও স্মরণিকা পরিষদের সভাপতি সুমিত কুমার আগরওয়াল জানান, কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা ও গীতা পাঠ, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্বালন, দুস্থদের মাঝে খাবার বিতরণ, প্রার্থনা, ভোজন-কীর্তন ও প্রসাদ বিতরণ।

দিনটি সৈয়দপুরবাসীর জন্য শুধু স্মরণ নয়, হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদনের দিন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি একটি রক্তাক্ত অধ্যায়, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে বেদনার উত্তরাধিকার হয়ে।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা