নীলফামারীর সৈয়দপুরে হাফিজুল ইসলাম (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ডাঙাপাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাফিজুল ইসলাম ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
পরিবার জানায়, ৯ মাস আগে বিয়ে হয় হাফিজুলের। ঘটনার দিন সকালে পরিবারের লোকজন ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আখতার হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই।
আখতার হোসেন আরও বলেন, পরিবারের লোকজন লাশ থানায় আনতে বাধা দেয়। কিন্তু মৃত হাফিজুলের স্ত্রীর এজাহার দায়েরের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।