হোম > সারা দেশ > নীলফামারী

তিন গ্রামের দুঃখ সিংগাহারা সেতু

প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডিমলার সিংগাহারা নদীর সেতুর পিলার দেবে গেছে। যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে বিকল্প না থাকায় বাধ্য হয়ে তিন গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই সেতু দিয়ে পারাপার হচ্ছেন।

সিংপাড়া গ্রামের বাসিন্দা বিপ্লব সিং জানান, ১৯৯৭ সালে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এখন থেকে পাঁচ বছর আগেই সেটি নড়বড়ে হয়ে গেছে। তবু সংস্কার হয়নি। সেতুর দুপাশের রেলিং ভেঙেছে অনেক আগেই। সম্প্রতি মাঝের দুটি পিলার দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

দক্ষিণ সুন্দর খাতা গ্রামের গোলাপি বেগম বলেন, গ্রামের কোনো অন্তঃসত্ত্বা নারী অসুস্থ হলে তাঁকে জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। ভাঙা রাস্তা আর নড়বড়ে সেতুর কারণে মায়ের অকাল গর্ভপাত হওয়ার ঘটনাও ঘটে। অনেক মুমূর্ষু রোগীর প্রাণ চলে যায় রাস্তায়।

উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম বলেন, ওই স্থানে নতুন সেতু তৈরির জন্য বন্যা ও দুর্যোগ প্রশমন প্রকল্পের মাধ্যমে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত এর নির্মাণকাজ শুরু হবে। এখন সময়ের অপেক্ষা। 

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন