হোম > সারা দেশ > নীলফামারী

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ডুবে গেছে ৫০০ একর আমন খেত

প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বিপৎসীমা অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে নতুন করে ডিমলার তিনটি ইউনিয়নের ২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে দুপুরের পর থেকে পানি প্রবাহের সীমা কমতে শুরু করেছে। 

হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ভেন্ডাবাড়ি চরের ২ নম্বর স্পার বাঁধ ভেঙে যায়। সেই অংশ দিয়ে পানি ঢুকে প্রায় ৫ শত একর জমির আমন খেত নষ্ট হয়ে যায়। বাঁধ ভেঙে যাওয়ায় ওই স্থানে তিস্তা নদীর গতিপথ পরিবর্তন করেছে। এর আগে ওই চরের ৭০টি পরিবার ভিটেমাটি হারিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর আশ্রয় নেয়।

নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বাঁধে আশ্রয় নেওয়া ও পানিবন্দী মানুষের মাঝে নগদ টাকা, শুকনো খাবার ও চাল সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ভিটেমাটি হারা পরিবারকে প্রধানমন্ত্রীর চলমান আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসন করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, তিস্তা নদীর স্পার বাঁধ ভেঙে যাওয়ায় আমন চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের তালিকা ও ক্ষতিগ্রস্ত আমন খেতের পরিমাণ নির্ণয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। 

সচিব আরও বলেন, বন্যা পরবর্তীতে কৃষি পুনর্বাসনে কৃষকদের বীজ ও সার প্রদানের পাশাপাশি কৃষি উপকরণ প্রদান করা হবে।  

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা