হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১ 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

কোচিং থেকে ফেরার পথে নীলফামারীর সৈয়দপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় আরিফুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুর বেংমারী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

গত রোববার উপজেলার কদমতলী বাজারে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীর পরিবার, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০ আগস্ট রোববার বিকেলে সৈয়দপুরের কদমতলী বাজারে কোচিং থেকে বাড়ি যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তাকে সৈয়দপুরের পার্শ্ববর্তী বেলাইচন্ডি এলাকায় একটি বাঁশঝাড়ে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় মেয়েটি চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এলাকাবাসী। 

মেয়েটি সুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার ভাই বাদী হয়ে আজ (মঙ্গলবার) সৈয়দপুর থানায় একটি মামলা করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ও পার্বতীপুর থানা-পুলিশের সহযোগিতায় এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন