হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে লাঠির আঘাতে গৃহবধূ নিহত, ভাশুরের বিরুদ্ধে অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদরে পারিবারিক কলহের জেরে ভাশুরের লাঠির আঘাতে গৃহবধূ রাকিবা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আজ বিকেলে পুলিশ গৃহবধূর শ্বশুর ও জাকে (ভাশুরের স্ত্রী) আটক করেছে। 

নিহত রাকিবা জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের দলুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীনের স্ত্রী। 

গৃহবধূ নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) সমর চন্দ্র রায়। তিনি বলেন, ‘এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের শ্বশুর ও ভাশুর আফজাল হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে।’ 

নিহতের পরিবারের লোকজন জানান, প্রায় আড়াই বছর আগে জেলা সদরের টুপামারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. রোকন আলীর মেয়ে রাকিবার সঙ্গে জয়নালের বিয়ে হয়। বিয়ের পর থেকে পৈতৃক ভিটা নিয়ে জয়নাল ও তাঁর বড় ভাই আফজালের মধ্যে প্রায় ঝগড়া হতো। এর জেরে গত ২১ এপ্রিল দুপুরে আফজাল ছোট ভাইয়ের স্ত্রী রাকিবাকে বাড়িতে প্রবেশের সময় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। আফজালের স্ত্রী ও শ্বশুর মফিজ গৃহবধূকে মারধরে জড়িত ছিলেন। 

রাকিবার মেজো ভাই এরশাদ আলী বলেন, ‘পারিবারিক কলহের জেরে আমার ভগ্নিপতির বড় ভাই আফজাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন আমার বোনকে লাঠি দিয়ে বেধড়ক আঘাত করেন। বোনের শ্বশুরসহ অন্যরা আমার বোনকে মারতে উৎসাহিত করেন। এ অবস্থায় বোন অসুস্থ হলে চিকিৎসা না দিয়ে তাঁকে বাড়িতে ফেলে রাখেন তাঁরা।’ 

এরশাদ আলী আরও বলেন, ‘ঈদের পর ২৪ এপ্রিল বোন আমাদের বাড়িতে এলে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করি। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন