হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে নিত্যপণ্যের দাম ঠিক রাখতে ন্যায্যমূল্যের বাজার চালু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ রোববার দুপুরে এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন হাসিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক এস এম আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার প্রমুখ।

আজ রোববার ন্যায্যমূল্যের বাজারে মুলা বিক্রি হয়েছে ৪০ টাকায়। ফুলকপি ৬০, বেগুন ৪০, লাউ প্রতিটি ৩৫, ডিমের হালি ৪৩ টাকা দরে বিক্রি হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ জানান, কৃষি বিপণন ও জেলা সমবায় দপ্তরের সহযোগিতায় ন্যায্যমূল্যের বাজার পরিচালিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, দ্রব্যমূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দিনই ন্যায্যমূল্যের বাজার খোলা থাকবে। নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা দিনের যেকোনো সময়। ২৬ জন বিক্রেতা এখানে নিত্যপণ্য বিক্রি করতে পারবেন।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা