হোম > সারা দেশ > নীলফামারী

কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী-সৈয়দপুরে আঞ্চলিক সড়কে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে তারেক রহমান (৩৫) নামে এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্ত্রী মাহমুদা আক্তার। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওই সড়কের শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনার শিকার হন এই দম্পতি।

তারেক রহমান সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী নতুনহাট ডাঙ্গাপাড়া গ্রামের জমিল উদ্দিনের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের সনিক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী মাহমুদা আক্তারও একই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গুরুতর আহত মাহমুদা নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে ইপিজেড শ্রমিক দম্পতি মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক তারেক নিহত হন এবং তাঁর স্ত্রী মাহমুদা আহত হন। পরে স্থানীয়রা মাহমুদাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকালে প্রচুর ঘন কুয়াশা ছিল। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তারেক রহমান নামের একজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারী সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত শ্রমিকের মরদেহ থানায় নেওয়া হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন