হোম > সারা দেশ > নীলফামারী

ডিমলায় আ.লীগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের আটজনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক। দলের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন—উপজেলা যুবলীগের আহ্বায়ক শৈলেন চন্দ্র রায় (মোটরসাইকেল প্রতীক), সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সিংহ রায় (চশমা প্রতীক), বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফরাইম আল মিছরি বাবলু  (চশমা প্রতীক), পূর্ব ছাতনাই ইউনিয়নে নব্য যোগদানকৃত আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ খান (আনারস প্রতীক), পূর্ব ছাতনাই ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. মজিবর রহমান (ঘোড়া প্রতীক), পশ্চিম ছাতনাই ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুল আলম দুলাল (আনারস প্রতীক), খালিশা চাপানি ইউনিয়নে আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সহিদুজ্জামান কেন্জুল (ঘোড়া প্রতীক) ও খালিশা চাপানি ইউনিয়নে আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড সদস্য প্রাণ কিশোর রায় (মোটরসাইকেল প্রতীক)। 

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্র অনুযায়ী ৪৭-এর (ক) ও (ঠ) ধারার বিধান অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে।

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা