হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রতিনিধি, ডোমার (নীলফামারী) 

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেন ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার সাকিল (২২) ঘটনাস্থলে নিহত হন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার চিলাহাটি রেলস্টেশনের অদূরে কাজিরহাট অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। 

আহতরা হলেন, ট্রাক চালক হাসান মাহমুদ (৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৪০)। তাঁদের ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রেনের কোন যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি। আহত ট্রাকচালক ও নিহত হেলপারের বাড়ি নওগাঁয়। আর ইট ব্যবসায়ীর বাড়ি বোদাপাড়া কাজিরহাটে। 

এই দুর্ঘটনার ফলে সকাল থেকে চিলাহাটি, ডোমার ও নীলফামারীর সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) কাজিরহাট লেবেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি খুলনা অভিমুখে যাচ্ছিল। ওই লেবেল ক্রসিংটি অরক্ষিত। সেখানে কোন গেটম্যান নেই। এ অবস্থায় ইটের ট্রাকটি লেবেল ক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। 

চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে যায় খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। এরপর বিকেল সাড়ে ৪টার পর এই রুটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ পুনরায় শুরু হয়। 

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন