সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে রেলস্টেশনের পশ্চিমে গোলাহাট কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সৈয়দপুর থানাধীন গোলহাট এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে ওসি বলেন, নিহত যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।