নীলফামারীর ডিমলায় আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
জানা গেছে, গভীর রাতে শুটিবাড়ী বাজারের মীম টেইলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই মার্কেটের ১২টি দোকান পুড়ে গেছে।
শুটিবাড়ী বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাতেন বলেন, আগুনে আটটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। চারটি দোকান আংশিক পুড়ে গেছে। তবে আগুনে ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
ডিমলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, গভীর রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন তাঁরা।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে আর্থিক সহায়তার আশ্বাস দেন।