হোম > সারা দেশ > নীলফামারী

ডিমলায় আগুনে ১২ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

জানা গেছে, গভীর রাতে শুটিবাড়ী বাজারের মীম টেইলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই মার্কেটের ১২টি দোকান পুড়ে গেছে।

শুটিবাড়ী বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাতেন বলেন, আগুনে আটটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। চারটি দোকান আংশিক পুড়ে গেছে। তবে আগুনে ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

ডিমলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, গভীর রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন তাঁরা।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন