হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুর বিমানবন্দরে দুটি ফ্লাইট বিলম্বে অবতরণ

নীলফামারী প্রতিনিধি

সৈয়দপুর বিমানবন্দরে আজ সকাল সাড়ে ৯টার দিকেও কুয়াশা দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।

এই আবহাওয়ার কারণে সকাল ৮টার দুটি ফ্লাইট অবতরণে দেরি হয়। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ দুটি ফ্লাইটের ঢাকাগামী প্রায় শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছিল। তবে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম আজকের পত্রিকাকে বলেন, রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। সকাল সাড়ে ১০টার দিকে প্রয়োজনীয় দৃষ্টিসীমা থাকায় উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। এর আগে সকাল ৬টার দিকে রানওয়ে এলাকায় মাত্র ৫০ মিটার, সকাল ৮টায় ২০০ মিটার এবং সকাল ৯টায় ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করে।

তিনি জানান, শুক্রবার সর্বনিম্ন এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার জন্য সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুটি ফ্লাইট শিডিউল মোতাবেক অবতরণ করতে পারেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইটগুলো বিলম্বে অবতরণ করেছে। শীতের এ সময় বৈরী আবহাওয়ার কারণে প্রায় এমনটি ঘটে।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা