হোম > সারা দেশ > রংপুর

ভোটের আগে সেই চেয়ারম্যান প্রার্থীর জামিন 

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) নেতা ফয়সাল দিদার দিপুকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা সিনিয়র জুডিশিয়াল আদালতে শুনানি শেষে বিচারক তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী মো. সামসুজ্জোহা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত সন্তুষ্ট হয়ে ফয়সাল দিদার দিপুর জামিন আবেদন মঞ্জুর করেছেন।’ তিনি আরও বলেন, ‘আদালতের আদেশ কারাগারে পৌঁছালে তিনি মুক্তি পাবেন।’

এদিকে মঙ্গলবার ২য় ধাপে সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের আগের দিন জামিন পাওয়ায় ঘোড়া প্রতীকের ওই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে।

গত ১৮ মে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এ সময় দুইটি জীবন্ত ঘোড়াসহ গাড়ি জব্দ করা হয়।

এর আগে ১৭ মে সৈয়দপুর পৌর শহরের তুলশীরাম সড়কে ফয়সাল দিদার দিপুর নির্বাচনী কার্যালয়ের সামনে জীবন্ত প্রাণী ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আদালতের এই আদেশকে আক্রোশমূলক দাবি করে জরিমানা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল দিদার দিপুকে আটক করে পুলিশ। আটকের ২০ ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে নিয়মিত মামলা দায়ের করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতের মাধ্যমে দিপুকে কারাগারে পাঠায়।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন