নীলফামারীর সৈয়দপুরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার দাদাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর কাঙ্গালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিন আরাফাত ও মো. নিরবের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে আজ শুক্রবার মামলার বাদী ভুক্তভোগী ও ছাত্রীর বাবা অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, মামলা করা হলেও এখন পর্যন্ত পুলিশ এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমি এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’