হোম > সারা দেশ > নীলফামারী

তিস্তার সেচ ক্যানেল থেকে পাওয়া মাইনসদৃশ বোমা বিস্ফোরণ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে ক্যানেলের পাশে পড়ে থাকা একটি মাইনসদৃশ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ মঙ্গলবার সকালে উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ছিট রাজিব ক্যানেলের বাজার এলাকায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এটির বিস্ফোরণ ঘটায়। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিস্তা সেচ ক্যানেলের ধারে শিশুরা খেলছিল। এ সময় একটি মাইনসদৃশ বোমা পড়ে থাকতে দেখে। পরে শিশুরা আশপাশের লোকজনকে জানায়। স্থানীয় লোকজন সেখানে গিয়ে মাইনসদৃশ বোমা দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রাখে। পরে তারা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে সেনাবাহিনীর একটি ইউনিট এসে সেটির বিস্ফোরণ ঘটায়। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা মাইনসদৃশ বোমাটি মুক্তিযুদ্ধ সময়ের। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, উদ্ধার মাইনসদৃশ বোমাটি তাজা ছিল। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটির বিস্ফোরণ ঘটায়। 

এর আগে একই জায়গায় এক পতিত জমি খননের সময়ে শ্রমিকেরা থ্রি নট থ্রি রাইফেলের যন্ত্রাংশ, দুটি মাইন ও একটি মর্টার শেল উদ্ধার করে পুলিশ। পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ২৫ এপ্রিল সেগুলোর বিস্ফোরণ ঘটায়।

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট