হোম > সারা দেশ > নীলফামারী

ভিসা প্রতারণার দায়ে সৈয়দপুরে তরুণ কারাগারে 

নীলফামারী প্রতিনিধি

ভিসা প্রতারণার দায়ে নীলফামারীর সৈয়দপুরে মো. হাবীব (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার সিপাইগঞ্জ কাজীপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আজ (মঙ্গলবার) সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গ্রেপ্তার তরুণ ওই এলাকার ফকিরপাড়ার আব্দুস সাত্তারের ছেলে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে হাবীব প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কানাডা ও অস্ট্রেলিয়ার ভিসা প্রদানের নামে প্রতারণা করে আসছিল। এ প্রতারণার ফাঁদে পড়ে অনেক প্রবাসী তাঁকে টাকা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন। এমন অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্তের নির্দেশে পুলিশ গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন। রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাজারের কাছে কাজীপাড়া থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় সৈয়দপুর থানার উপপরিদর্শক অপূর্ব চন্দ্র সরকার নিজে বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা